অন্তবর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সঈদসহ সকল শহীদদের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাবাসসুম উর্মির বিরুদ্ধে খুলনার আদালতে মানহানির মামলা হয়েছে।
বুধবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মো: আল আমিনের আদালতে মানবাধিকার কর্মী মোল্লা শওকাত হোসেন বাবুল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত মামলটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির কাছে প্রেরণ করবেন বলে বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান খুলনা গেজেটকে নিশ্চিত করেছেন।
বাদী তার এজাহারে উল্লেখ করেন, ৫ অক্টোবর উর্মি শুধু অন্তবর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস নয়, বৈষম্য বিরোধী ছাত্র-গণআন্দোলনে নিহত আবু সাঈদসহ সকল শহীদদের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেছেন। যা তিনি রাষ্ট্রদ্রোহির অপরাধ করেছেন।
বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
মামলার বাদী মোল্ল্যা শওকাত হোসেন বাবুল জাতীয় পার্টির (রওশন এরশাদপন্থি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি বলেন, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তাপসী তাবাসসুম ঊর্মি। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু এলোমেলো বক্তব্য দিয়েছেন। যেটা উনি পারেন না। এটা একটি রাষ্ট্রদ্রোহিতা, হুমকি ও মানহানিকর।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারীদের বিরুদ্ধে তিনি বিরূপ মন্তব্য করেছেন। এ ব্যাপারে রাষ্ট্রদ্রোহিতা এবং এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছি। দেশের একজন সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি এ মামলা করেছি।