১১ নভেম্বর ভোর রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবহিনীর সমন্বয়ে যৌথবাহিনী মহানগরী রুপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদ এর বাড়ীর ৪র্থ তলায় অভিযান চালিয়ে রাইফেল-১ টি, রাইফেলের গুলি-১৩ রাউন্ড, রাইফেলের গুলির খোসা-৪ টি, রাইফেলের গুলির সামনের অংশ-৪ টি, রিভলবার-১ টি, রিভলবারের গুলি ২০ রাউন্ড, রাইফেলের গুলির চার্জার ২ টি, পিস্তলের কভার-১ টি, রাইফেলের কভার-১ টি, ভারতীয় দশ রুপির নোট-৩ টি, ভারতীয় বিশ রুপির নোট-১ টি, ভারতীয় একশত রুপির নোট-২ টি, বাইনো কুলার-১ টি, পাসপোর্ট-৯ টি এবং কালো রংয়ের ব্যাগ-১ টি উদ্ধার করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
Leave a comment