পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে খুলনায় প্রতিবাদ সমাবেশ ও গণজমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার (১১ নভেম্বর) নগরীর হাদিস পার্কের দক্ষিনা গেটে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও গণজামায়েত অনুষ্ঠিত হয়।এসময় শিক্ষার্থীরা আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে তাদের বিচারের দাবি করেন। একই সঙ্গে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিরীহ মানুষকে হত্যা করার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি তোলেন তারা।এসময় শিক্ষার্থীরা বলেন, তিন মাস যেতে না যেতেই এই গণহত্যাকারী দল একটা কর্মসূচি ঘোষণা করেছেন। আপনারা দেখছেন যে আমরা অনেক ধৈর্যশীলতার পরিচয় দিয়েছি। আমরা ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছি বলেই তারা এখন এই দুঃসাহস দেখাতে পারছে। আমরা যদি আপনাদের কৌশল অনুসরণ করতাম তাহলে কর্মসূচি কেন, আপনাদের চিহ্নও খুঁজে পাওয়া যেত না। আমরা এখনও নিয়মের মধ্যে আছি এবং নিয়মের মধ্যে থেকে কাজ করতে চাই, আমাদের যদি নিয়মের বাইরে যাওয়া লাগে আপনাদের পিঠের চামড়া থাকবে না।উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেনের স্মরণে ও গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লীগ। গতকাল শুক্রবার রাতে আ
Leave a comment
সর্বশেষ
- Advertisement -