২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাস উদযাপন করতে খুলনা মহানগর বিএনপি আনন্দ মিছিল বের করেছে।
খুলনা নগরীর কেডি ঘোষ রোড এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।পরে, বিএনপি নগর ইউনিট আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি পরিচালনা করেন বিএনপি নগর ইউনিট সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, “তারেক রহমান গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায় বিএনপি নেতাকর্মীরা আশাবাদী যে তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন।”উল্লেখ্য, রোববার হাইকোর্ট ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই মামলায় নিম্ন আদালতের রায় বাতিল করে সব আসামিকে খালাস দেয়।
ন্যায়বিচার বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।