শপথ পাঠ, আলোচনাসভা, বৃক্ষরোপণ, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ (শুক্রবার) খুলনায় জাতীয় যুব দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। দিবসটি উপলক্ষ্যে বিকালে খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশকে উন্নত অবস্থানের দিকে নিয়ে যেতে পারে এই যুবকরা। বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করে এই যুবকদের ওপর। খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সহকারী পরিচালক মোঃ পারভেজ মোল্যা। অনুষ্ঠানে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মূসা কালিমউল্লাহ বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-যুব-জনতার আন্দোলনে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণে শপথ পাঠ করানো হয়।অনুষ্ঠানে ১৪ জন যুব ও যুব মহিলার মাঝে ১১ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের স্মরণে ২৪টি ফলদ বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়। যুব দিবস উপলক্ষ্যে ৬৪টি জেলায় একটি করে খাল/জলাশয় পরিচ্ছন্নকরণ কর্মসূচির আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে খাল পরিষ্কারের উদ্বোধন করা হয়।
Leave a comment