সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। তার হাসিতে ভারতকে বাগে পেয়েছিল বাংলাদেশ। তবে দিনের শেষটা হতাশায় কেটেছে বাংলাদেশের।
চেন্নাই টেস্টের প্রথম দিন ৪ উইকেট নেওয়া হাসানের আনন্দময় দিনটা কেড়ে নেন রবিচন্দ্রন অশ্বিন (১০২)-রবীন্দ্র জাদেজা (৮৬)।৭ম উইকেটে রেকর্ড ১৯৫ রানের অবিচ্ছেদ জুটি গড়ে ভারত যখন আড়াই শ রান নিয়ে সন্দিহান ছিল তখন দিন শেষে ৬ উইকেটে ৩৩৯ রান এনে দিয়েছেন তারা। বাংলাদেশের বোলারদের বিপক্ষে জাদেজা-অশ্বিনের লড়াইয়ের আগে তর্কে জড়িয়েছিলেন দুই দলের দুই উইকেটরক্ষক লিটন দাস-ঋষভ পন্ত।
হাসানের তোপে দলীয় ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে যখন ভারত ধুঁকছিল তখন ব্যাটিংয়ে নামেন পন্ত। চতুর্থ উইকেটে যশস্বী জয়সোয়ালের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে শুরুর থাকা সামলেও নেন তিনি।এই জুটি গড়ার পথেই তিন কাঠির পেছনে দাঁড়ানো লিটনের সঙ্গে বাগবিতন্ডায় জড়ান ভারতীয় ব্যাটার।জয়সোয়ালের সঙ্গে একবার প্রান্ত বদল করতে চাইলে প্রান্তকে কিছু একটা বলেন লিটন। প্রতি উত্তরে পন্ত বলেন,‘এসব আমাকে কেন বলছ। তোমার ফিল্ডারকে বলো।সে আমাকে লক্ষ্য করে বল ছুঁড়বে কেন।’ লিটন যুক্তি দেন,‘তোমার শরীর বরাবর বল ছুড়েনি।’ তবে লিটনের যুক্তি মানতে রাজি নন পন্ত। ভারতের বাঁহাতি ব্যাটার বলেছেন,‘তাহলে আমিও তো রান নেব।’