ল্যাপটপের চাহিদার কারণে পিসির চাহিদা কমে যায়নি। ভালো মানের গ্রাফিকস আর দ্রুত গতিতে ভিডিও কনটেন্ট তৈরিতে পিসিই প্রধান ভরসা। পিসিকে গতিশীল করতে মাদারবোর্ড অপরিহার্য শক্তি।
বাংলাদেশের কম্পিউটার মার্কেটে অ্যাসেম্বল পিসির চাহিদা আগের তুলনায় বেড়েছে। সারাবছর মাদারবোর্ডের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। প্রিন্টিং ও ডিজাইনে ল্যাপটপ নয়; বরং ডেস্কটপ পিসির প্রয়োজন হয়। বড় স্ক্রিনে কাজের প্রয়োজনে ডেস্কটপ পিসির চাহিদা এখনও বাড়ছে। আর পিসিকে বহুমাত্রিক কাজের সুযোগ্য করতে মাদারবোর্ড অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করে।স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড গিগাবাইট ব্র্যান্ডের অরাস এক্স৮৭০ ও এক্স৮৭০ই মডেলের দুটি নতুন মাদারবোর্ড উন্মোচন করেছে। মাদারবোর্ড দুটি কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ সহজ করবে, যা গ্রাহকের কম্পিউটিং অভিজ্ঞতাকে নতুনত্ব দেবে।
গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, সময়োপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা পূরণে পিসিকে কর্মক্ষম ও সক্ষমতা দিতে ভালো মানের মাদারবোর্ড জরুরি। গিগাবাইট অরাস এক্স৮৭০ ও এক্স৮৭০ই মাদারবোর্ড দিয়ে বাংলাদেশের কম্পিউটার গ্রাহকের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছি। মাদারবোর্ড দুটিতে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহারকারীর কাজের দক্ষতা ও নির্ভরযোগ্যতা বহু গুণে বাড়িয়ে দিতে সক্ষম।গিগাবাইট অরাস এক্স৮৭০ পারফরম্যান্সে দ্রুত ডেটা ট্রান্সফার, মানোন্নত কুলিং সিস্টেম বৈশিষ্ট্যসহ এএমডি রাইজেন ৯০০০, ৮০০০ ও ৭০০০ সিরিজের প্রসেসর সমর্থন করে। অন্যদিকে গিগাবাইট এক্স৮৭০ই মডেলে গেমার ও কনটেন্ট ক্রিয়েটররা পাবেন বিশেষ সুবিধা। মাদারবোর্ডে রয়েছে ডিজিটাল টুইন ফেজ ভিআরএম সল্যুশন্স, যা নিশ্চিত করবে সময়োপযোগী পারফরম্যান্স, ওভারক্লকিং; যা যে কোনো অ্যাপ্লিকেশনকে সমর্থন করবে। ডুয়াল চ্যানেল ডিডিআরফাইভ চারটি ডিআইএমএমএস স্লট, যা এএমডি এক্সপো মেমোরি মডিউল সমর্থন করবে। দ্রুত ডেটা অ্যাকসেস ও ডেটা ট্রান্সফারে আছে চারটি পিসিআইই ৫.০ স্লট ও চারটি এমটু স্টোরেজ স্লট।
দুটি মাদারবোর্ডে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি কাজের ধরন অনুযায়ী সিস্টেমকে অপ্টিমাইজ করে। ফলে কাজের গতি বাড়ে এবং শক্তি খরচ কমে।বক্তারা বলেন, ল্যাপটপের চাহিদার কারণে পিসির চাহিদা আদৌ কমে যায়নি। ভালো মানের গ্রাফিকস আর দ্রুতগতিতে ভিডিও কনটেন্ট তৈরিতে পিসিই প্রধান ভরসা। কাজের প্রয়োজনে কম্পিউটারকে গতিশীল করতে মাদারবোর্ড অপরিহার্য শক্তি। গিগাবাইট দীর্ঘ সময় ধরে দেশের বাজারে সর্বাধুনিক মাদারবোর্ড সরবরাহ করে আসছে। নতুনভাবে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন দুটি মাদারবোর্ড উন্মোচন করল ব্র্যান্ডটি। গিগাবাইট অরাস ব্র্যান্ডের মাদারবোর্ড দুটি দ্রুত সারাদেশের কম্পিউটার মার্কেটে পাওয়া যাবে।