মৌখিক পরীক্ষার দাবিতে পেট্রোবাংলার সামনে অবস্থান নেওয়া চাকরি প্রত্যাশীরা কর্মসূচি স্থগিত করছেন। আন্দোলনকারীদের প্রতিনিধিকে ডেকে আলোচনা করে ডিসেম্বর পর্যন্ত সময় নেয় প্রতিষ্ঠানটি। এরপর কর্মসূচি স্থগিত করেন চাকরি প্রত্যাশীরা।
পেট্রোবাংলা জানায়, আন্দোলনকারীদের মধ্য থেকে তিনজন প্রতিনিধিকে ডেকে আলোচনা করে ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে। এরপর তারা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে রোববার সকাল ১১টা থেকে পেট্রোবাংলার সামনে কর্মসূচি পালন করছিলেন চাকরি প্রত্যাশীরা।
অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা জানিয়েছিলেন, পেট্রোবাংলার অধীনে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাবো না।
পরে আলোচনা সাপেক্ষে দুপুর দেড়টার দিকে কর্মসূচি স্থগিত করা হয়।