জয়ের ধারা অব্যাহত রেখে এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনালে উঠেছে শক্তিশালী মধুমতি চ্যালেঞ্জার্স ও শিবসা ওয়ারিয়র্স। খুলনায় সাংবাদিকদের অংশগ্রহনে প্রথমবারের মতো এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বুধবার খুলনা জেলা স্টেডিয়ামে লীগ ভিত্তিক টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম খেলায় শিবসা ওয়ারিয়ার্স ৫-৩ গোলে রূপসা টাইগার্সকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আল মাহমুদ প্রিন্স ২টি, আসাফুর রহমান কাজল ২টি ও মাকসুদুর রহমান (মাকসুদ) ১টি গোল করেন। বিপরীতে রূপসা টাইগার্সের শেখ আজিজুর রহমান তন্ময় ২টি ও এস ওয়াহিদুজ্জামান পাখি ১টি গোল পরিশোধ করেন। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় মাকসুদুর রহমান (মাকসুদ)। দিনের অপর খেলায় মধুমতি চ্যালেঞ্জার্স ১-০ গোলে ভৈরব রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। দলের পক্ষে মেহেদী হাচান জয়সূচক একমাত্র গোল করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।
মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি ও রূপসা টাইগার্সের সত্ত¡াধিকারী এসএম নজরুল ইসলাম, ক্লাবের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাবেক সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, ক্লাবের সদস্য ও ভৈরব রাইডার্সের সত্ত¡াধিকারী শেখ মো. সেলিম, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ। খেলা শেষে ম্যান অব দি ম্যাচ ও দর্শকদের মধ্যে লটারীতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার প্রথম দিনের খেলায় মধুমতি চ্যালেঞ্জার্স ৩-০ গোলে রূপসা টাইগার্সকে এবং শিবসা ওয়ারিয়র্স ২-১ গোলে ভৈরব রাইডার্সকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শুভ সূচনা করে।
এদিকে টুর্নামেন্টে মধুমতি চ্যালেঞ্জার্স ও শিবসা ওয়ারিয়র্স দুই খেলায় সমান ছয় পয়েন্ট পেয়ে ফাইনাল নিশ্চিত করায় গতকাল তৃতীয় দিনের দুইটি খেলার প্রয়োজন হয়নি। টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল শনিবার বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলায় প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন প্রাক্তন জাতীয় ফুটবলার ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। সমাপনী অনুষ্ঠানে সন্মানিত অতিথি থাকবেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এবং আরাফাত গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক এসএম আরিফুর রহমান মিঠু।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করবেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রানার্সআপ দুই দলকে ট্রফি ও প্রাইজমানি এবং উপস্থিত দর্শকদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া টুর্নামেন্ট সফল করতে যারা অবদান রেখেছেন তাদেরকেও সন্মানিত করা হবে।
Leave a comment