ভোটে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন কিনা— জানতে চাইলে সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘এক প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত। তৈমূর কাকাকে নিয়ে প্রশ্ন করেন। একটা বিশেষ মানুষকে নিয়ে কেন? উনি নৌকার মানুষ, নৌকা ছাড়া কোথায় যাবেন?’
বুধবার সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেন, আমি কোনো নেতাকে ইন্ডিকেট করে কিছু বলিনি। সব সময় আমার চাওয়া, শহরের পরিবেশ যেন সুন্দর থাকে। কেউ যেন কাউকে ভয়ভীতি দেখাতে না পারে। নির্বাচনে যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়।
এ সময় তিনি বলেন, নির্বাচনের প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং। আমি জনগণের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। আমার কাছে প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জিং। এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে। ১৬ তারিখ পর্যন্ত এমন পরিবেশ চাই। মানুষ যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট দিতে পারে।
নির্বাচনে বাধা পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, কিছু কিছু জায়গায় আমার কর্মীদের ফোনে বকা দেওয়া হয়েছে। সামনা-সামনি হলে একটু ধাক্কাধাক্কি হয়ে যায়। এমনটা হয়ই নির্বাচনে।
তৈমূর আলম খন্দকারের প্রতীক হাতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বনের হাতি বনে যাবে, নৌকা মার্কা জিতে যাবে।
পিএস/এনআই