ইরানের একটি খনিতে বিস্ফোরণে ৫১ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা আজ রোববার এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কয়লার খনিটির অবস্থান ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে। সেখানে গ্যাস বিস্ফোরণ হয়েছে। ফলে হতাহতের ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্সের খবরে আরও বলা হয়, মিথেন গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে সময় খনিতে ৬৯ জন কর্মী কাজ করছিলেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে বিস্ফোরণ ঘটে।