মৌমাছি ধ্বংস না করে মধু আহরণের জন্য মৌয়ালদের প্রতি আহবান
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আর্ন্তজাতিক বন দিবস উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ২১ মার্চ বন বিভাগের আয়োজনে শরণখোলা রেঞ্জ সংলগ্ন খুডিয়াখালী বাজারে শোভাযাত্রার পর সহ ব্যবস্থাপনা কমিটির অস্থায়ী কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি এম ওয়াদুদ আকন।
সভায় আর্ন্তজাতিক বন দিবস পালনের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন শরণখোলা সহ ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান মিলন, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান, বগী স্টেশন কর্মকর্তা সাদিক মাহামুদ, বন কর্মকর্তা সিদ্দিকুর রহমান, আওয়ামীলীগ নেতা ওয়াহিদুজ্জামান বাচ্চু, ফরিদ খান মিন্টু, সিএনআরএস কর্মকর্তা আারিফুর রেহমান, সুবোধ বিশ^াস, টাইগার টিমের সদস্য জাকারিয়া হোসাইন, ভিসিএফ সদস্য বিথিকা রানী, সিপিজি সদস্য জাহাঙ্গীর তালুকদার, মৎস্য ব্যবসায়ী ফরিদ খান বক্তৃতা করেন।
”বন সংরক্ষনের অক্সগীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার ” প্রতিপাদ্য বিষয় নিয়ে আয়োজিত এবারের বন দিবসের আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, সরকারী বেসরকারী নানা উদ্যোগের ফলে বন রক্ষায় সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষের চিন্তা চেতনায় ইতিবাচক পরিবর্তন হয়েছে। বন্যপ্রানী ও এলাকাবাসীর মধ্যে সংঘাত কমেছে। তারা চলমান মধু আহরণ মৌসুমে মৌমাছি ধ্বংস না করে যতেœর সাথে মধু আহরণের জন্য মৌয়ালদের প্রতি আহবান জানান।
প্রসঙ্গত, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বন ও বনভূমি রক্ষায় ২০১২ সাল থেকে ২১ মার্চ আর্ন্তজাতিক বন দিবস হিসাবে পালিত হয়ে আসছে ।