পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ অ হত্যার প্রতিবাদের আন্দোলন এখনও চলছে। তবে অভিযোগ উঠেছে আন্দোলনের নাম করে চাঁদাবাজি করতে নেমেছে একটি পক্ষ। এরইমধ্যে তার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। টলিউড তারকা স্বস্তিকা মুখোপাধ্যায়ও রয়েছেন। ডাক্তারদের পাশে থাকতে সাহায্য পাঠাচ্ছেন, তাদের সতর্ক করে দিলেন অভিনেত্রী।
স্বস্তিকা একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ডাক্তাররা তাদের আন্দোলনের জন্য অর্থসাহায্য চাননি কোনোদিনই। আর জি কর কাণ্ডের পর থেকে আন্দোলনকারী ডাক্তারদের পাশে সাধারণ মানুষ যেভাবে দাঁড়িয়েছেন, তা সত্যিই বর্তমান যুগে দাঁড়িয়ে মেরুদণ্ড নুইয়ে না যাওয়ার জ্বলন্ত উদাহরণ।
এরপর লেখেন, আগামী প্রজন্মের কাছে যা শিক্ষণীয় হয়ে থাকবে, বলে আশা করা যায়। কেউ খাবার পাঠাচ্ছেন, কেউ পানির বোতল, হাতপাখা দেওয়ার পাশাপাশি এই বৃষ্টিতে রাজপথে বসতে যাতে আন্দোলনকারীদের কোনও অসুবিধে না হয় সেই জন্য মাথা ঢাকতে ত্রিপলও পাঠাচ্ছেন। বাড়ির শৌচাগার অবধি ব্যবহার করতে দিচ্ছেন অচেনা-অজেনা প্রতিবাদী মুখদের।
সবশেষে লিখেছেন, আমজনতাও যেরকম স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন, তা নিঃসন্দেহে গোটা দেশে বিরল। তবে প্রায় এক মাস ধরে চলা এই আন্দোলনের জন্য কোনরকম অর্থসাহায্য চাননি তারা।
এছাড়া বন্যা করের পোস্ট শেয়ার করেছেন স্বস্তিকা। সেখানে লেখা, “একটা জরুরী তথ্য- ডাক্তারদের আন্দোলনের জন্য যারা টাকা তুলছেন তারা প্লিজ একটু ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে তারপর ফান্ড রেইজ করবেন। কারণ আমরা যত দূর জানি West Bengal Doctor’s Forum (WDF)-এর এই মুহূর্তে আর্থিক সাহায্যের দরকার নেই। এখন যা দরকার তা হল পাশে থাকা।”
শেয়ার করেই অভিনেত্রী লিখেছেন, “সাবধান! ডাক্তাররা কেই অর্থসাহায্য চাইছেন না। সতর্ক থাকুন। প্রতারকদের ফাঁদে পা দেবেন না।