হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ফেসবুকে লিখেছেন, ‘আমি নিরাপদে আছি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ! কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না !
এর আগে শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁর রয়েল রিসোর্টে তাকে অবরুদ্ধ করে রেখেছিল স্থানীয় লোকজন। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে।
শনিবার রাতেই নিজের ফেসবুক মামনুল হক দুটি স্ট্যাটাস দেন। দ্বিতীয় স্ট্যাটাসে তিনি লিখেন, ‘সোনারগাঁওয়ের তৌহিদী জনতার প্রতি শুকরিয়া। তবে কোন ধরনের উত্তেজনাপূর্ণ আচরণ করা যাবে না। ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’