পুরো দেশ বর্ণিল আলোর ঝলকানিতে পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। পুরাতন সব খারাপকে পেছনে ফেলে নতুনের জয়গানে, করোনার সেই ভয়ঙ্কর দিন আর না ফেরার প্রত্যাশায় নতুন বছর উদযাপন করছেন দেশবাসী।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে দেশের বিভিন্ন স্থানে আকাশে নগরীর বাড়িগুলো থেকে শুরু হয় আতশবাজি। আতশবাজির বর্ণিল আলোয় পুরো নগরীর রাতের আকাশ বিভিন্ন আলোয় আলোকিত হয়ে ওঠে।
এসময় চারিদিক থেকে আকাশে শতশত ফানুস ওড়তে দেখা যায়।
ঘড়ির কাটায় ১২ টা ১ মিনিট আসতেই নগরবাসী উদযাপন করে নতুন বছরকে। নতুন বছরকে স্বাগত জানাতে প্রধান প্রধান শহরের বড় রুফটপ রেস্টুরেন্টগুলোতেও করা হয় আতশবাজির ব্যবস্থা।
দেশবাসীর প্রত্যাশা, সব ভয়কে জয় করে, পুরাতন সব খারাপকে পেছনে ফেলে, অপশক্তির বিরুদ্ধে দেশ নতুন বছরে নতুন কিছু পাবে। নতুন বছর শান্তি সমৃদ্ধির হবে ।