অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামছে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়, আর এই ম্যাচ দিয়েই পাকিস্তান দলের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু করছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। প্রথম ম্যাচেই চমক দিয়ে একাদশে ৫ জন পেসার রেখেছে পাকিস্তান।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হওয়া এ ম্যাচে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ ইরফান খানের। সেই সঙ্গে পেস বিভাগে থাকছেন তিন অভিজ্ঞ তারকা– শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
পাকিস্তানের মতো একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আর এই সিরিজ দিয়েই বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। পিতৃত্বকালীন ছুটির কারণে থাকছেন না মিচেল মার্শ ও ট্রাভিস হেড।
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের একাদশ: সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), কামরান গুলাম, সালমান আলি আগা, ইরফান খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
অস্ট্রেলিয়ার একাদশ : ম্যাট শর্ট, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।